মঙ্গলবার, ০৬ জানুয়ারী ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
রিপোর্ট: আফলাম মাহমুদ রাসেল
The FYL Fund-এর সহায়তায় “Empowering Youth Through a Multi-Layered Model” প্রকল্পের আওতায় তরুণদের গণতান্ত্রিক চর্চা ও নেতৃত্ব বিকাশে উৎসাহিত করতে বরিশালে অনুষ্ঠিত হয়েছে “Regional Dialogue on Youth Parliament”।
এই আঞ্চলিক সংলাপে বিভিন্ন যুব প্রতিনিধি, যুবনেতা ও তরুণ অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন। সংলাপে Youth Parliament-এর ধারণা, ভূমিকা, কার্যক্রম ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। তরুণদের কণ্ঠস্বর নীতিনির্ধারণ প্রক্রিয়ায় কীভাবে আরও কার্যকরভাবে তুলে ধরা যায়, সে বিষয়ে অংশগ্রহণকারীরা মতবিনিময় করেন।
আলোচনায় যুবদের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি, নেতৃত্ব বিকাশ এবং গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। আয়োজকরা জানান, Youth Parliament তরুণ সমাজকে দায়িত্বশীল ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।