সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৬:৪০ অপরাহ্ন
স্বপন রবি দাস(জেলা প্রতিনিধি হবিগঞ্জ): হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বন্যা কবলিত মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন হবিগঞ্জের ০১-(নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। বৃহস্পতিবার(২০জুন) বিকালে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে তিনি ত্রাণের চাল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জিলুফা সুলতানা, হবিগঞ্জ পুলিশ সুপার আক্তার হোসেন বিপি এম, নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনপম দাশ অনুপ, নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী, ভাইস চেয়ারম্যান সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাসুক আলী,নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রাকিল হোসেন,সাবেক সভাপতি আশাহীদ আলী আশা প্রমুখ। এছাড়াও স্থানীয় জন প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এসময় আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে মাননীয় প্রধানমন্ত্রী আছেন।আমরাও আপনাদের পাশে আছি, চিন্তার কারণ নেই। স্থানীয় প্রশাসন সদা নজরদারি রাখছে। বর্তমান জনবান্ধব সরকার মানুষের কল্যাণে ও সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে।নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনুপম দাশ অনুপ জানান, বন্যার্তদের জন্য উপজেলায় মোট ৯টি বন্যা আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।প্রয়োজনে আরও বন্যাশ্রয়কেন্দ্র খোলা হবে। বন্যা মোকাবেলা করার জন্য সকল প্রকার প্রস্তুতি রাখা হয়েছে। উল্লেখ্য, গত এক সপ্তাহ যাবৎ প্রবল বৃষ্টিপাতে উপজেলার ইনাতগঞ্জ, দীঘলবাক ও আউশকান্দি ইউনিয়নে বন্যা দেখা দিয়েছে।বাড়ী ঘর, সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, হাট-বাজার, রাস্তাঘাট সহ বিভিন্ন জায়গায় বন্যার পানি উঠেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিভিন্ন আশ্রয়কেন্দ্রে কয়েক শতাধিক পরিবার আশ্রয় নিয়েছে।বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত জানা যায়নি। উল্লেখিত ৩ ইউনিয়নের প্রতিটি গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে বলে জানা গেছে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।