শনিবার, ১০ মে ২০২৫, ০৫:২০ পূর্বাহ্ন
মোঃ বাবলু মল্লিক, নড়াইল প্রতিনিধি ঃ
নড়াইলে নড়াগাতী ইয়াবা ট্যাবলেট সহ জিহাদুল শেখ ও মোঃ ইলিয়াস হোসেন ভূঁইয়া নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে নড়াগাতী থানা পুলিশ। এ সময় তাদের কাছে থাকা ৯০ টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। খুলনা জেলা তেরখাদা থানার আড়কান্দি গ্রামের বুরুজ শেখের ছেলে জিহাদ (৪০) ও নড়াগাতী থানার চাপাইল গ্রামের মৃতঃ ছুরাহাব ভূঁইয়ার ছেলে মোঃ ইলিয়াস হোসেন ভূঁইয়া (৪৮) গ্রেফতার করার হয়।
গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ সুকান্ত সাহা দিকনির্দেশনায় সোমবার ভোর রাতে এসআই জয়নাল আবেদীন সহ সঙ্গীয় ফোর্স নড়াগাতী থানার পহরডাঙ্গা বাজার এলাকায় অভিযান চালিয়ে পহরডাঙ্গা মাদ্রাসার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নড়াগাতী থানার অফিসার ইনচার্জ সুকান্ত সাহা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন,
মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে সুযোগ্য পুলিশ সুপার নির্দেশনায় জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।