বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১০:০৯ অপরাহ্ন
মোঃ আরশাদ আলী স্টাফ রিপোর্টার:-
গত ১ মাসের ও বেশি জলাবদ্ধ,পানিতে তলিয়ে আছে রাস্তাঘাট মৎস্য ঘের সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ। দেখার যেন কেউ নাই সাতক্ষীরার সুযোগ্য মাননীয় সংসদ সদস্য বিষয়টি দেখবেন কি? সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের কয়েকটি গ্রামের জলাবদ্ধতার চরম আকার ধারণ করেছে। ইতিমধ্যে পানিবাহিত রোগ ও জীবাণুতে আক্রান্ত হয়েছে অনেকে শিশু ও বৃদ্ধরা। চরম ভোগান্তিতে পড়েছে ঐ এলাকার কমল মতি স্কুল, কলেজ গামী ছাত্র-ছাত্রীরা। বিশেষ করে ধুলিহরে গোবিন্দপুর,বালুইগাছা,বড়দল,দামারপতা, সানা পাড়া সহ বিভিন্ন এলাকার অধিকাংশ কবরস্থানে পানিতে তলিয়ে গেছে। ঐ সব এলাকায় কোন ব্যক্তি মারা গেলে মৃত ব্যক্তিকে কবরস্থ করা কঠিন হয়ে পড়েছে। তাই এলাকার সচেতন মহল জরুরী ভিত্তিতে মাননীয় সংসদ সদস্য সহ জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।