শুক্রবার, ১৮ Jul ২০২৫, ০৬:৫১ অপরাহ্ন
কংগ্রেস নিউজ:
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারকে ব্যর্থ বলেছেন বাংলাদেশ কংগ্রেস-এর চেয়ারম্যান এ্যাডঃ কাজী রেজাউল হোসেন। আজ শুক্রবার সকাল ১০.০০ ঘটিকায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গনে ভোজ্যতেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি ও কারসাজির প্রতিবাদে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্য বৃদ্ধিতে জনগণের দিশাহারা অবস্থা। বাজারের নিয়ন্ত্রণ চলে গেছে অসাধু সিন্ডিকেটের কাছে। সরকারের কিছু ব্যক্তি এই সিন্ডিকেটের সাথে জড়িত। ব্যবসায়ীরা নিজেদের স্বার্থে অধিক মুনাফার আশায় একটার পর আরেকটা জিনিসের কৃত্রিম সংকট তৈরী করে জিনিসপত্রের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি করে চলেছে। এক্ষেত্রে সরকারের উপযুক্ত নজরদারী নেই।
প্রধান অতিথির বক্তব্যে এ্যাডঃ কাজী রেজাউল হোসেন বলেন, যে হারে জিনিসপত্রের দাম বাড়ছে সে হারে মানুষের আয় বাড়েনি। বিশেষ অতিথির বক্তব্যে দলের মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম বলেন, বাজার নিয়ন্ত্রণে সরকারকে আরো কঠোর হওয়া উচিৎ। বাংলাদেশ কংগ্রেসের ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন দলের ঢাকা মহানগর দক্ষিণ শাখার আহবায়ক লায়ন আল আমীন বেপারী।
ডেমোক্রেটিক লীগের সাইফুদ্দিন মনি, জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মিজানুর রহমান মিজু, বাংলাদেশ গণসমাজ পার্টির চেয়ারম্যান সরদার শামস্ আল মামুন (চাষী মামুন), বাংলাদেশ গণআজাদী লীগের মহাসচিব মুহাম্মদ আতা উল্লাহ খান, বাংলাদেশ কর্মসংস্থান আন্দোলনের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, বাংলাদেশ কনজার্ভেটিভ পার্টির চেয়ারম্যান আনিসুর রহমান দেশ, ইসলামী ঐক্য জোটের সিনিঃ ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শওকাত আমীন, বাংলাদেশ জাস্টিস পার্টির চেয়ারম্যান আবুল কাশেম মজুমদার, বাংলাদেশ পিপপলস পার্টির চেয়ারম্যান মোস্তফা কামাল বাদল ও মহাসচিব আমিনুল ইসলাম সুমন, এনডিএম’র সাংগঠনিক সম্পাদক লায়ন নুরুজ্জামান হীরাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এ সময় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন।
দলের ন্যাশনাল সিনেটের সদস্য মোহাম্মদ শাহজাহানের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল মোর্শেদ হীরক, সিনেট সদস্য এ্যাডঃ মোঃ মিজানুর রহমান, এ্যাডঃ মোঃ জিয়াউর রশিদ, এম এ মুঈদ খান আরিফ ও নিলুফার সুলতানা, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক প্রভাষক মোস্তফা আনোয়ার ভূইয়া রিপন, দপ্তর সম্পাদক মোঃ তুষার রহমান, ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আলমগীর হোসেন, নেত্রকোনা জেলা সমন্বয়ক রফিকুল ইসলাম শুভ, গাইবান্ধা জেলা কংগ্রেসের আব্দুল কাদের প্রমুখ।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।