বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৪:৪৫ পূর্বাহ্ন
জামান মৃধা, ডিমলা (নীলফামারী)
নীলফামারীর ডিমলা উপজেলার খালিশা চাপানি ইউনিয়ন পরিষদের আয়োজনে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই স্লোগানে তারুণ্যের উৎসব ২০২৫ ইং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকাল তিনটার পর উপজেলার খালিশা চাপানি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই বিপ্লব শীর্ষক চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতায় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ বিষয়ে রচনা প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
খালিশা চাপানি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহিদুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ডিমলা উপজেলা শাখা নায়েবে আমীর কাজী হাবিবুর রহমান।
খালিশা চাপানি ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা জাকির হোসেনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়েত ইসলামী খালিশা চাপানি ইউনিয়ন আমীর মাওলানা মো. আসাদুজ্জামান, ডিমলা উপজেলা শাখা বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি মো. আশরাফুল ইসলাম, খালিশা চাপানি ইউনিয়ন ছাত্রদল সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম, মো. রোমান ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি জামিদুল ইসলাম (জাহিদ), বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি শামসুদ্দোহা, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি জিয়ারুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধি সাহারিয়ার বসুনিয়া (জিয়া) প্রমুখ।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।