সোমবার, ১২ মে ২০২৫, ০৫:০৮ পূর্বাহ্ন
গত সোমবার (১১ই সেপ্টেম্বর) বিকালে আয়োজিত প্রেসব্রিফিং এসব কথা বলেন র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৩ এর অধিনায়ক আরাফাত ইসলাম। প্রেসব্রিফিং এ তিনি আরো জানান, গ্রেফতারকৃত তরিকুল ইসলাম ওরফে পিচ্চি লিটন দীর্ঘদিন ধরে অস্ত্র কেনা-বেচার সাথে জড়িত। তার বিরুদ্ধে বিভিন্ন নানাবিধ অপকর্মের অভিযোগ রয়েছে।
ডিমলা উপজেলার ভেংটিয়া পাড়াসহ আশপাশের গ্রামের বিভিন্ন রাস্তায় প্রায় সময় অস্ত্রের মুখে ভয় দেখিয়ে ছিনতাই করতো সে। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভেংটিয়া পাড়া গ্রামে অভিযান পরিচালনা করে অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত তরিকুল ইসলামের বিরুদ্ধে আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলার কার্যক্রম চলমান রয়েছে
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।