শনিবার, ১০ মে ২০২৫, ০৫:১৩ পূর্বাহ্ন
ফুয়াদ খন্দকার,জামালপুর প্রতিনিধি:
মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো। মাদককে না বলুন। মাদকাসক্তি মুক্ত বাংলাদেশ গড়া এই লক্ষে, মাদক নির্মূলে সমন্বিত কর্মপরিকল্পনা ( CAP) বাস্তবায়নে মাদকবিরোধী গনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭জুন) দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে সরকারি আশেক মাহমুদ কলেজ মিলনায়তনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো: মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আশেক মাহমুদ কলেজের উপাদক্ষ প্রফেসর খেলনা রানি দেব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশেক মাহমুদ কলেজের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সাকের আহম্মেদ চৌধুরী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাতীয় যক্ষা নিরোধ সমিতির (নাটাব) সভাপতি বিশিষ্ট সাংবাদিক তানভীর আহমেদ হীরা প্রমুখ। এ সময় বক্তারা মাদকের ভয়াবহতা সম্পর্কে এবং সাধারণ ছাত্র ছাত্রীদেরকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান। সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত ২০৪০ সালের মধ্যে বাংলাদেশকে মাদকমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে আশেক মাহমুদ কলেজের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।