বুধবার, ১৬ Jul ২০২৫, ১১:৪১ অপরাহ্ন
প্রযুক্তি ডেস্কঃ জনপ্রিয় মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম টুইটারের মতো ফিচার নিয়ে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা চালু করেছে থ্রেডস। আর তাতেই আপত্তি টুইটারের কর্ণধার ইলন মাস্ক।
ইন্টারনেট দুনিয়ায় সাড়া ফেলে দিয়েছে নতুন সোশ্যাল অ্যাপ থ্রেডস। মাত্র কয়েক ঘণ্টাতেই কোটি কোটি ইউজার নথিভুক্ত হয়েছেন এই প্ল্যাটফর্মে। তবে এই অ্যাপ নিয়ে একদমই খুশি নয় ইলন মাস্ক তথা টুইটার।
সম্প্রতি টুইট করে নিজের অভিব্যক্তি প্রকাশ করেছেন মাস্ক। তিনি টুইটারে লেখেন, প্রতিযোগিতা ঠিক আছে কিন্তু চুরি নয়।’ ইলন মাস্কের এই মন্তব্যের পরই শোরগোল তাহলে কি মেটার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে টুইটার?সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, মেটার নতুন থ্রেডস অ্যাপের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে টুইটার। টুইটারের দাবি, তাদের আইডিয়া চুরি করেছে মেটা। যদিও এই ধরনের মামলায় টুইটার কতটা সাফল্য পাবে তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।
মেটা থ্রেডস লঞ্চ হওয়ার কয়েক ঘণ্টা না কাটতেই নতুন বিতর্কের সূত্রপাত। আসলে এর অন্যতম কারণ হল, অল্প সময়ের থ্রেডস অ্যাপের বিপুল জনপ্রিয়তা। ৩ কোটির বেশি মানুষ এখন পর্যন্ত এই প্ল্যাটফর্মের সঙ্গে জুড়েছেন। জানলে অবাক হবেন, এই পরিমাণ ইউজার পেতে টুইটারের সময় লেগেছিল ৪ বছর।প্রতি মিনিটে হাজার হাজার ব্যবহারকারী যুক্ত হচ্ছেন এই অ্যাপে। তাতেই ঘুম ছুটেছে ইলন মাস্ক তথা টুইটারের। মার্ক জাকারবার্গ এদিন থ্রেডস অ্যাপ নিয়ে একাধিক ঘোষণা করেন নিজের প্ল্যাটফর্মে। এই অ্যাপ নিয়ে যে তিনি ভীষণ উচ্ছ্বসিত তা বলার অপেক্ষা রাখে না।
টুইটারের মতোই টেক্সট ভিত্তিক অ্যাপ থ্রেডস। টেক্সট ছাড়াও এখানে শেয়ার করা যাবে ছবি ও ভিডিও । তবে মেটা থ্রেডস-এ লক্ষ লক্ষ মানুষ যুক্ত হলেও মোটেই খুশি নন ইলন মাস্ক।
টুইটারের অ্যাটর্নি অ্যালেক্স স্পিরো বুধবার মেটা সিইও মার্ক জাকারবার্গকে একটি চিঠি পাঠান। এই চিঠিতে টুইটারের বাণিজ্য গোপনীয়তা, অন্যান্য বৌদ্ধিক সম্পত্তির পদ্ধতিগত, ইচ্ছাকৃত এবং বেআইনি অপব্যবহারের অভিযোগ এনেছেন তিনি।
টুইটারের এই অভিযোগে অফিশিয়াল কোনও প্রতিক্রিয়া জারি না করলেও বিবিসি সংবাদমাধ্যমের পক্ষে মেটার মুখপাত্রকে প্রশ্ন করা হলে তিনি বলেন, থ্রেডস অ্যাপ যারা বানিয়েছেন তারা কেউ প্রাক্তন টুইটার কর্মী নয়।
আপাতত ১০০টির বেশি দেশে চালু হয়ে গিয়েছে মেটা থ্রেডস। অ্যানড্রয়েড প্লে স্টোর এবং অ্যাপেল অ্যাপ স্টোর দুই জায়গা থেকেই ডাউনলোড করা যাবে এই অ্যাপ্লিকেশন।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।