মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০১:৪৬ পূর্বাহ্ন
মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।
দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপস করো ভাই
লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই।”
এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫ পালিত হয়েছে। আজ সোমবার সকাল ৯:৩০ মিনিটে গোপালগঞ্জ জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব মোহাম্মদ সামছুল হক মহোদয় বেলুন উড়িয়ে দিবসের অনুষ্ঠান শুরু করেন এবং ফিতা কেটে পরামর্শ কেন্দ্র, লিগ্যাল এইড মেলা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির স্টল, পিঠাও জুস কর্নার উদ্বোধন করেন। পরে কোর্ট চত্বর থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে গোপালগঞ্জ জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব মোহাম্মদ সামছুল হক এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন পাঠ , গিতা পাঠ ও বাইবেল পাঠের মধ্য দিয়ে আলোচনা অনুষ্ঠান শুরু হয়। বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ জনাব তামান্না ফারাহ আলোচনা অনুষ্ঠানের সঞ্চালনা করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য এবং জেলা লিগ্যাল এইড অফিসের কার্যক্রম তুলে ধরেন জেলা লিগ্যাল এইড অফিসার(সিনিয়র সহকারী জজ) জনাব মোহাম্মদ সফিকুল ইসলাম। অনুষ্ঠানে একজন সুবিধাভোগী তার সেবা প্রাপ্তির বিষয়ে বক্তব্য প্রদান করেন। এছাড়া বিজ্ঞ বিচারক(বিজ্ঞ জেলা জজ) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল- জনাব সৈয়দ আরাফাত হোসেন, বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রেজাউল করিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ তারেক সুলতান, অতিরিক্ত পুলিশ সুপার জনাব কাজী মাহবুবুল আলম, সিভিল সার্জন ডা. আবু সাইদ মোঃ ফারুক, বক্তব্য প্রদান করেন। গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি জনাব এম. এম. নাসির আহমেদ, সম্পাদক এম জুলকদর রহমান, পিপি কাজী আবুল খায়ের, জিপি মোঃ এন্তেখাফ আলম সেলিম আলোচনা অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ বিজ্ঞ বিচারকবৃন্দ, বিজ্ঞ আইনজীবীগণ, প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি জনাব জুবায়ের হোসেন। অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা লিগ্যাল এইড কমিটির বিজ্ঞ আইনজীবী জনাব শারমিন জাহানকে শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানের সভাপতি এবং গোপালগঞ্জ জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান, সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব মোহাম্মদ সামছুল হক জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৪ এর উপর বিস্তারিত আলোচনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।