রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১০:২৩ অপরাহ্ন
মোঃ বাবলু মল্লিক, কালিয়া (নড়াইল) প্রতিনিধিঃ
লাউ চাষ করে সফল্য দেখিয়েছেন নড়াইল জেলার কালিয়া উপজেলার মাওলানা খাঁন শরিফুল ইসলাম। দেশী পদ্ধতিতে কোন প্রকার কীটনাশক ছাড়া চাষ করে শরীফুল ইতিমধ্যে এলাকায় একজন আদর্শ লাউ চাষি হিসাবে পরিচিতি পেয়েছেন। লাউ চাষি মাওলানা শরিফুল উপজেলার পহরডাঙ্গা ইউনিয়নের বাগুডাঙ্গা গ্রামের খাঁন সুলতান আহম্মেদের ছেলে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মাচায় ঝুলে আছে ছোট বড় অসংখ্য লাউ। প্রতিনিয়ত লাউ ক্ষেতের করছে পরিচর্যা। বাজারে চাউ বিক্রিতে ভালো দাম পাওয়ায় চাষি মাওলানা শরিফুল অনেক খুশি। বিষমুক্ত লাউ চাষে এরই মধ্যে তার সুনাম ছড়িয়ে পড়ে এলাকায়। প্রতিদিন বিভিন্ন স্থান থেকে লোক জন দেখতে ও প্ররামর্শ নিতে আসে তার কাছে।
মাওলানা খাঁন শরিফুল ইসলাম বলেন,
ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণের মাধ্যমে আমি লাউ চাষ পদ্ধতি শিক্ষা গ্রহন করেছি। স্থানীয় কৃষি অফিসা যোগাযোগ করলে তারা সার্বিক সহযোগিতায় করে। এ সপ্তাহে কালিয় উপজেলা উপ সহকহকারী কৃষি অফিসার স্বপন কুমার মিত্র, ইমরুল কায়েস ও তপু কুমার মন্ডল তত্বাবধানে এসেছিল। গত তিন বছর ধরে মালচিং পদ্ধতিতে কোন প্রকার কীটনাশক ছাড়া দেশির লাউয়ের চাষ করে আসছে।
তিনি আরো জানান,
মালচিং পদ্ধতিতে দেশি জাতের লাউ আবাদে চারা পোপন, আগাছা পরিস্কার, পরিচর্যা করতে ২০ হাজার টাকা খরচ হয়। স্থানীয় বাজারে বিক্রি করে আনুমানিক ১ লাখ টাকা বিক্রি করেন। বর্তমান ১ একর জায়গায় আবাদ করেছেন ৩ শত ঝাড় লাউয়ের চাষ। খরচ হয়েছে ২০ হাজার টাকা ৪৫ দিনের মাথায় তার গাছে চাউ এসেছে। ২৩ দিনে প্রায় ৩৮ শত থেকে ৪ হাজার লাউ বিক্রি করছে। আরো ১ একর জমি লাউ চাষের জন্য প্রস্তুত কারা হচ্ছে। সবজি ব্যবসায়ীরা তা ক্ষেত থেকে লাউ কিনে নিয়ে জাচ্ছেন। এ পর্যন্ত তিনি ১লক্ষ ৪০ হাজার থেকে ৫০ হাজার টাকার লাউ বিক্রি করছেন। কালিয়া উপজেলা কৃষি অফিসার ইভা মল্লিক জানান, এ পদ্ধতিতে লাউ চাষ করলে ফলে জমিতে আগাছা কম হয়। বর্তমানে ফলন বৃদ্ধিতে লাউ চাষে কৃষকরা মালচিং পেপার ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করেছেন। লাউ গাছ মাচায় উঠার পর থেকে ফুল আসতে শুরু করে। গাছে লাউ ধরার অল্প দিনে বাজারে বিক্রি করা হয়। এ পদ্ধতিতে লাউ চাষ খুব লাভজনক। কীটনাশক ও রাসায়নিক সারের নেই বলে চলে। লাউ চাষি মাওলানা খাঁন শরিফুল ইসলামকে প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।