শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:০৯ পূর্বাহ্ন
আহমেদ জসীম খান( লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি):-লক্ষ্মীপুর জেলাধীন রামগতি উপজেলার একমাত্র সরকারি কলেজ আ স ম আবদুর রব সরকারি কলেজে ৪০তম বিসিএস থেকে ৫ জন শিক্ষক নিয়োগ করেছেন। ৪ ডিসেম্বর (রোববার) এসব শিক্ষা কর্মকর্তাগণের যোগদানপত্র গ্রহন করে স্বাগত জানান অধ্যক্ষ মোহাম্মদ আশরাফ উদ্দিন। যোগদানকৃত শিক্ষকরা হলেন-অর্থনীতি বিষয়ের প্রভাষক মোহাম্মদ সাদ্দাম হোসেন, রসায়ন বিষয়ের আমজাদ হোসেন, হিসাববিজ্ঞানের মেহেরুন নাহার, ব্যবস্থাপনার জেসমিন আক্তার এবং লিংকন চন্দ্র ঘোষ। নতুন শিক্ষকদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো: সালেহ উদ্দিন মিঠু, ইসলামের ইতিহাস ও সংষ্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো: মাজহারুল ইসলামসহ প্রমুখ শিক্ষক ও কর্মকর্তাগণ। এ সময় নবাগত শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। উল্লেখ্য, ইতিপূর্বে একাধিক গণমাধ্যমে এ কলেজে শিক্ষক স্বল্পতায় মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে শিক্ষা কার্যক্রম বিষয়ে সংবাদ প্রকাশিত হয়। কলেজটিতে দেড় সহস্রাধিক শিক্ষার্থীর জন্য মাত্র ছয়জন শিক্ষক ছিলেন। নতুন শিক্ষকরা যুক্ত হওয়ায় কিছুটা হলেও উপকৃত হবে শিক্ষার্থীরা এমন আশাব্যক্ত করেন তারা
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।