শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:৫২ পূর্বাহ্ন
শিহাব অাহম্মেদ-স্টাফ রিপোর্টার:
নোভেল করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে জনজীবন স্থবিরতা ও দুশ্চিন্তার শেষ নেই।করোনার ভয়ে সাধারণ রোগীরাও চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।হাসপাতালে ঘুরে ঘুরেও সুচিকিৎসা পাচ্ছেন না অনেক রোগীরা।
এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বিপিডিএ এর চিকিৎসকরা সাহসিকতার সাথে দেশের প্রত্যন্ত অঞ্চলে মানুষকে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন।
তেমনি একজন বিপিডিএ এর চিকিৎসক ডাঃ এম এ রহিম মিয়া। রংপুর জেলা পীরগাছা উপজেলা রাজরাড়ী পাকার মাথা বাজারে তাঁর চেম্বার। রিফাত চিকিৎসালয়ে তিনি নিয়মিত রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন।
ডাঃ এম এ রহিম মিয়া COVID-19 মহামারীতে জীবনের ঝুঁকি নিয়ে প্রত্যন্ত গ্রামাঞ্চলের বাড়ি বাড়ি গিয়ে মানুষকে প্রাথমিক স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন।
ডাঃ এম এ রহিম মিয়া বাংলাদেশ প্যারামেডিকেল ডাক্তার এসোসিয়েশন (বিপিডিএ) রংপুর জেলার সন্মানিত সভাপতি (জেনারেল প্র্যকটিশনার)।
তিনি একজন সফল ও পরিশ্রমী তরুণ চিকিৎসক। মেধা ও মননশীলতার মাধ্যমে আধুনিক চিকিৎসা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ায় ইতিমধ্যে একজন বিপিডিএ এর চিকিৎসক হিসাবে তাঁর সুনাম ও খ্যাতি ছড়িয়ে পড়েছে,বাংলাদেশের কম বেশি বিভাগ / জেলা/ উপজেলা পর্যায়ে আনাচে-কানাচে।
ডাঃ এম এ রহিম মিয়া জানান, বাংলাদেশ প্যারামেডিকেল ডাক্তার এসোসিয়েশন (বিপিডিএ)-এর মহাসচিব ডাঃ মোঃ রাকিবুল ইসলাম তুহিন স্যার এর সহযোগিতায় এই করোনা পরিস্থিতিতে অএ উপজেলার এই অঞ্চলের গ্রাম গুলোতে প্রাথমিক স্বাস্থ্যসেবায় আমি নিয়োজিত আছি।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনা মোকাবেলায় সম্মুখ সারির যোদ্ধা হিসাবে মাঠ পর্যায়ে কাজ করছি।
বাংলাদেশে গ্রাম ডাক্তার এবং বিপিডিএ এর চিকিৎসকেরা সব সময়েই প্রায় দুই-তৃতীয়াংশ রোগীর প্রথম গন্তব্য। স্বাভাবিক সময়েও যেকোনো অসুস্থতায়, বিশেষত নিম্ন আয়ের রোগীরা প্রথমে তাঁদের কাছে যান। গ্রামগঞ্জে যেখানে এমবিবিএস ডাক্তার নেই, নেই ভালো ক্লিনিক বা হাসপাতাল, সেখানে যুগ যুগ ধরে এই ‘চিকিৎসকেরা’ মানুষকে স্বাস্থ্যসেবা দিয়ে বাঁচিয়ে রেখেছেন।
বাংলাদেশ প্যারামেডিকেল ডাক্তার এসোসিয়েশন বিপিডিএ এর রংপুর জেলার সভাপতি ডাঃ এম এ রহিম মিয়া বলেন,মানুষকে স্বাস্থ্যসেবা দিতে পেরে আমি আনন্দিত,এই COVID-19 মহামারীতে জনগণকে স্বাস্থ্য সচেতন করে তুলতে আমি কাজ করছি।আমাদের পেশাজীবি সংগঠন বিপিডিএ-এর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাই,বেতন-ভাতা নয়,
চিকিৎসক হিসাবে আমরা স্বীকৃতি চাই। নিরাপদে প্র্যাকটিস করার অনুমতি চাই।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।