শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
মোঃ শিহাব উদ্দিন
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. কে এম বাবরের সমর্থনে নির্বাচনী আলোচনা সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের পারকুশলি পশ্চিম পাড়ায় এ আলোচনা সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহীদুল ইসলাম লেলিন।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য জিয়াউল কবির বিপ্লব, উপজেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন, রঘুনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাকিম সরদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সংকটময় পরিস্থিতিতে দেশ ও গণতন্ত্র রক্ষায় ধানের শীষের বিকল্প নেই। গোপালগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. কে এম বাবর একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতা। তাকে বিজয়ী করতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণকেও ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে।
উঠান বৈঠকে উপস্থিত এলাকার ময়-মুরব্বি, তরুণ ও সাধারণ জনগণ ধানের শীষ প্রতীকের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেন। তারা বলেন, ভোটের দিন পর্যন্ত সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে ধানের শীষের বিজয় নিশ্চিত করা হবে।
সভা শেষে নেতৃবৃন্দ এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষে ভোট প্রদানের আহ্বান জানান।

All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।