শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৮ অপরাহ্ন
আব্দুল্লাহ আল তৌহিদ
নোবিপ্রবি প্রতিনিধি
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও ভাবগম্ভীর পরিবেশে পালিত হয়েছে জুলাই শহিদ দিবস। দিবসটি উপলক্ষে আজ বুধবার (১৬ জুলাই ২০২৫) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজন করা হয় শোক র্যালি, সমাবেশ, মিলাদ ও দোয়া মাহফিল।
সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হওয়া শোক র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রারম্ভস্থলে এসে শেষ হয়। র্যালিতে অংশ নেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), প্রক্টর, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।
র্যালি শেষে প্রশাসনিক ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক ড. মো. শিবলুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক। তিনি বলেন,“চব্বিশের জুলাই বিপ্লবে শহিদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। এই আন্দোলন না হলে আমরা আজকের নতুন বাংলাদেশ পেতাম না। যারা এই আন্দোলনে ঝুঁকি নিয়ে নেতৃত্ব দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাই। বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়াই ছিল এই আন্দোলনের মূল চেতনা। আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে অন্তত গুণগত পরিবর্তন আনতে পারব — এই বিশ্বাস আমাদের রয়েছে।”
সমাবেশে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফও। তিনি বলেন,
“আবু সাঈদ, মুগ্ধসহ যারা এই দিনে নির্মম হত্যার শিকার হয়েছেন, তাদের আত্মত্যাগ কখনো ভোলার নয়। প্রতিটি হত্যাকাণ্ডের বিচার দ্রুত নিশ্চিত করতে হবে। শহিদদের স্বপ্ন পূরণে আমাদের কাজ করে যেতে হবে, যাতে একটি বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হয়।”
এছাড়া আরও বক্তব্য রাখেন ফলিত গণিত বিভাগের সহকারী অধ্যাপক জনাব আবদুল করিম, শাখা কর্মকর্তা জিয়াউর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নোয়াখালী জেলার সদস্যসচিব বনি ইয়ামিন, এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসিবুল ইসলাম ও ময়ুরী খাতুন।
দিবসটি উপলক্ষে বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়, যেখানে শহিদদের রুহের মাগফিরাত কামনা করা হয়।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।