শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০২:৫৫ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্টঃ
আসন্ন ১৬ নভেম্বর রবিবার, সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর বাজারের বনিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে বাজার সেজেছে এক ভিন্নরুপে, যেন বসন্ত ফিরেছে ব্রহ্মরাজপুর বাজারে!
ইতিমধ্যেই, বাজারের অলিতে-গলিতে নির্বাচনী ফেস্টুন, ব্যানারে সুসজ্জিত করা হয়েছে।
প্রতিনিধিরা ইতিমধ্যেই দোকানী এবং ব্যবসায়ীদের নানারকম প্রতিশ্রুতি দিচ্ছেন, জানাচ্ছেন তাদের ভবিষ্যৎ পরিকল্পনা।
গত নির্বাচনের ন্যায় এবারও যুগ্ন সাধারণ সম্পাদক পদে লড়ছেন মোঃ লুৎফর রহমান (মই প্রতীক)।
গত নির্বাচনেও তিনি যুগ্ন সাধারণ পদে প্রতিদ্বন্দ্বিতায় বিপুল ভোটে জয়লাভ করেছিলেন।
পরিবর্তনের নিউজ পড়ুন GOOGLE NEWS – এ
দোকানদার ও ব্যবসায়ীদের নিকট উক্ত প্রার্থীর বিষয়ে খোঁজ-খবর নিলে জানা যায়, আসলেই তিনি ছিলেন একজন সৎ ও নির্ভীক প্রার্থী। যুগ্ন সম্পাদক মোঃ লুৎফর রহমানের হাত ধরেই বাজারে ঘটেছে নানাবিধ পরিবর্তন ও সাফল্যতা।
সাবেক যুগ্ন সম্পাদক লুৎফর রহমানের নিকট তার নির্বাচনী পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ব্যবসায়ীদের সদিচ্ছায় গতবার নির্বাচিত হয়েছিলাম, সারাবছরই বাজারের নানাবিধ উন্নয়নের চেষ্টা করেছি এবং সফলও হয়েছি। আশাকরি এবারের নির্বাচনেও জনগনের ভালোবাসায় নির্বাচিত হবো ইনশাআল্লাহ।
আমি ব্রহ্মরাজপুর বাজারের সকল দোকানদার, ব্যবসায়ী এবং সকলের নিকট দোয়া চায়, যেনো আবারও নির্বাচিত হয়ে বাবসায়ীদের পাশে থাকতে পারি।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।