শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১২:৪৯ পূর্বাহ্ন
মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ
মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ- উল ফিতর। গোপালগঞ্জে ঈদুল ফিতরের নামাজের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঈদের দিন সকাল ৮টায় গোপালগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। সেখানে জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও স্থানীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ঈদের নামাজ পড়ে থাকেন। ঈদের জামাতের জন্য প্রায় প্রস্তুত গোপালগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ। এখন চলছে উপরের সেডে কাপড় টাঙ্গাণো আলোকসজ্জা, ফ্যান লাগানো ও মাঠে কার্পেট বিছানোর কাজ।
এছাড়া দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায় থানাপাড়া জামে মসজিদে,৩য় জামাত সকাল ৯টায় এস,কে আলিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হবে। আর আবহাওয়া প্রতিকুলে থাকলে সকাল ৮টায় শহরের পুরাতন লঞ্চঘাটে অবস্থিত জেলা মডেল মসজিদে এবং একই সময়ে স্থানীয় কেন্দ্রীয় কোর্ট মসজিদে অনুষ্ঠিত হবে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।