বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৫৭ অপরাহ্ন
মো: রবি উদ্দিন
শ্রীমঙ্গল প্রতিনিধি:-
শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে আজ ২৭ শে ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার শ্রীমঙ্গল উপজেলার ৬ নং আশিদ্রোন ইউনিয়ন পরিষদে সকাল ৯ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্প ও চক্ষু ছানি অপারেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত ক্যাম্পে ফ্রি চক্ষু চিকিৎসা ও চশমা প্রদান , ফ্রি মেডিক্যাল ক্যাম্প, ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি, ফ্রি ডায়াবেটিস চেকআপ এবং ফ্রি ব্লাড প্রেশার চেকআপ করে প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা হয়। চোখের ছানি পড়া রোগীদের অপারেশনের জন্য ইস্পানি ইসলামিয়া চক্ষু হসপিটালে প্রেরণ করা হয়।
শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার বর্তমান সভাপতি আজহারুল ইসলাম অনিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের বিভিন্ন অধিবেশনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ নং আশিদ্রোন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব রণেন্দ্র প্রসাদ বর্ধন ,১ নং ওয়ার্ডের সদস্য মকসুদুর রহমান , ৯ নং ওয়ার্ডের সদস্য মোঃ জয়নাল আবেদীন
, শ্রীমঙ্গল হেলথ লাইন ডায়াগনস্টিক সেন্টারের ফাউন্ডার অ্যান্ড ডিরেক্টর ডা. নাজেম আল কোরেশী রাফাত, ডা.অর্পিতা রায়,মেডিকেল অফিসার দি নিউ লাইফ হসপিটাল শ্রীমঙ্গল, শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মো: ইমরান হোসেন,সহ সভাপতি মোঃ মঈনুল ইসলাম। এছাড়া উপস্থিত থেকে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান সহ সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আহমেদ শরীফ, রায়হান আহমেদ , প্রচার সম্পাদক শান্ত মৃধা,সহ প্রচার সম্পাদিকা তামান্না আক্তার, মিডিয়া বিষয়ক সম্পাদক মাহদি হাসান কদর, সদস্য জাকির রানা , সিয়াম খন্দকার,রমজান আহমেদ প্রমুখ।
সংগঠন সূত্রে জানা যায় ,আজকের মেডিকেল ক্যাম্পে ৩৬৭ জন রোগী বিনামূল্যে চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে ৩০ জন ছানী রোগি ছিলেন।আগামীকাল সম্পূর্ণ বিনামূল্যে এসব রোগির অপারেশন করা হবে। ১৪০ জন রোগীকে ফ্রি চশমা দেওয়া হয়।তাছাড়া শতাধিক রোগী বিনামূল্যে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ সহ সাধারণ চিকিৎসা সেবা নিয়েছেন।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।