শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১০:৩৭ পূর্বাহ্ন
কাউছার হামিদ আপন উপজেলা প্রতিনিধি:- (মানিকছড়ি) খাগড়াছড়ি/// সারা দেশের ন্যায় মানিকছড়ি উপজেলায় প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ উৎসব পালিত হয়েছে। তার ধারাবাহিক ভাবে আজ ১লা জানুয়ারি (সোমবার) মানিকছড়ি ৪নং তিনটহরী ইউনিয়নের আওতাধীন প্রতিষ্ঠিত বড়বিল সুন্নিয়া দাখিল মাদ্রাসায় উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে সকল ১১টায় অনুষ্ঠিত হয়েছে বিনামূল্যে পাঠ্য পুস্তক বিতরণ উৎসব।
মাদ্রাসার উপদেষ্ঠা আতিকুল ইসলামের সভাপতিত্বে মাদ্রাসার সুপার কাউছার হামিদ রুকন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মানিকছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম বাবুল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মানিকছড়ি উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা মোঃ আহমদুল হক, মানিকছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নুরুল কবির, ৪নং তিনটহরী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য মোঃ নুরুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ ইমাম হোসেন, মাদরাসার শিক্ষিকা মোমেনা আক্তার, শিক্ষক প্রতিনিধি মোঃ মাসুম উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে বলেন জাতীয় দ্বাদস সংসদ নির্বাচনকে সামনে রেখে হরতাল অবরোধ সহ সমস্ত বাধা অতিক্রম করে পুরো বাংলাদেশে যথা সময়ে কোমলমতি শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে স্বক্ষম হয়েছে বঙ্গবন্ধু কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনা। শিক্ষার হার বৃদ্ধি ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বর্তমান সরকার বিশেষ ভূমিকা রাখছে বলে সকলকে অবহিত করেন।
এসময় উপস্থিত ছিলেন ২নং বাটনাতলী ইউপির সাবেক মেম্বার হাজ্বী আলী আহাম্মদ, ৪নং তিনটহরী ইউপি ১নং ওয়ার্ড সদস্য ও মাদ্রাসার সভাপতি মোঃ কামাল পাশা, অভিভাবক বৃন্দ, মাদ্রাসার ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকাসহ এলাকার স্থানীয় নেতৃবৃন্দ।
পরে বঙ্গবন্ধু স্মৃতি মেধা বৃত্তি পরিক্ষায় সাধারণ গ্রেডে উত্তীর্ণ ৪জন শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার তুলে দেন প্রধান অতিথি, সকল ছাত্র ছাত্রীর হাতে বই বিতরণ করেন, নতুর বছরে প্রথম দিনে বই পেয়ে খুশিতে উল্লাসিত হয়েছে কোমলমতি শিক্ষার্থীরা।
আলোচনা শেষে মানিকছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোঃ নুরুল কবির বিশেষ দোয়া মোনাজাত করেন, উক্ত সভার সভাপতি সকলের সু স্বাস্থ কামনা করে অনুষ্ঠান সমাপ্ত করেন।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।