বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৪:২৭ অপরাহ্ন
রিপোর্টার, রাজশাহীঃ
নূরুন নবী :
রাজশাহী নগরীর হাজরাপুকুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অভিযান চালিয়ে সাতজন মাদকসেবীকে আটকের পর তাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাতদিনের জেল ও জরিমানা করেছে।
ভ্রাম্যমান আদালত এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক আতাউর হোসেন এর নেতৃত্বে শিরোইল কলোনির হাজরাপুকুর এলাকায় অভিযান পরিচালনা করে মাদক সেবনের দায়ে সাতজন মাদক সেবীদের আটক করা হয়। তাৎক্ষণিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের সাতদিনের জেল ও জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিমা আকতার।
এ সময় নগরীর বোয়ালিয়া থানার সাধুর মোড় এলাকার তোহিদুল ইসলাম (৪৫), রানিনগর এলাকার শাহিদুল ইসলাম (৪০), সপুরা এলাকার মোস্তাফিজুর রহমান তপু (২৪), শিল্পিপাড়া এলাকার মিঠু (২৮), চন্দ্রিমা থানার নিউ কলোনি এলাকার আলাল (৫০), হাজরাপুকুর ডাবতলা এলাকার সম্রাট শেখ (৩২) ও ফরিদপুর জেলার ভাংঙ্গা থানাধীন মানাইট এলাকার হাসানকে (২৮) ৭ দিনে বিনাশ্রম কারাদন্ড এবং প্রত্যেকে একশত টাকা করে জড়িমানা আদায় করা হয়। পরিচালনার সময় হেরোইন ও গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক আতাউর হোসেন বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে হাজরাপুকুর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করেছি এবং তাৎক্ষণাৎ ভ্রাম্যমান আদালত তাদের সাতদিনের বিনাশ্রম কারাদন্ড এবং অর্থদণ্ড আদায় করেছেন।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।