রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:১৮ অপরাহ্ন
২৯ আগষ্ট’২০২৩ ইং বুধবার পটুয়াখালী জেলাধীন রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটি নামে একটি সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পরিবেশের ভারসাম্য রক্ষাকারী ও বজ্রপাত নিরোধক হিসেবে প্রায় ৮ কিলোমিটার রাস্তায় ৬ সহস্রাধিক তালের বীচের রোপনের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান, সংগঠনের সদস্য আয়মান আরিফ ও গাজী রাকিব।
সংগঠনের সভাপতি শামসুল আরেফিনের বরাত দিয়ে জানান , পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বাবুই পাখির বাসস্থান এবং বজ্রপাতের ঝুঁকি মোকাবেলায় তালের বীজ রোপনের উদ্যোগ নিয়েছি।
রাঙ্গাবালী উপজেলা কৃষি কর্মকর্তা জনাব আসাদুজ্জামানের বরাত দিয়ে জানান “এই উদ্যোগকে সাধুবাদ জানাই।”
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেনের বরাত দিয়ে জানান “প্রাকৃতিক দুর্যোগ বজ্রপাত প্রতিরোধ করার উদ্দেশ্যে তালের বীজ লাগানোর কর্মসূচির মধ্যদিয়ে বজ্রপাত কিছুটা হলেও প্রতিরোধ করা সম্ভব।
বিশেষ করে বজ্রপাতে কৃষকদের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর হাত থেকে রক্ষা এবং বাড়ি-ঘরের ক্ষয় ক্ষতির হার হ্রাস করা সহ প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে জানান, সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যান।
রচনা ও সম্পাদনাঃ আলহাজ্ব সাংবাদিক ফিরোজ আহমেদ পটুয়াখালী।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।