সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৭ পূর্বাহ্ন
হাসান আলী সোহেল নাটোর প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় খরিফ-২ মৌসুমে রোপা আমন ও গ্রাষ্মকালীন পেঁয়াজের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ, সার ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার (২৪ জুন) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা সরকারের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এমপি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু প্রমূখ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, সেখানে ৪৫০ জন কৃষকের প্রতিজনের মাঝে ৫ কেজি আমন উফসীর বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার, ১০০ জন কৃষকের প্রতিজনের মাঝে ২কেজি করে হাইব্রিড ধান বীজ এবং ১০০ জন কৃষকের প্রতিজনের মাঝে ১ কেজি পেঁয়াজ বীজ, ২০ কেজি ডিএপি, ২০ কেজি এমওপি, এক বান্ডিল পলিথিন, কীটনাশক, নগদ ২৮০০ টাকা এবং নাইলন সুতলি বিতরণ করা হয়।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।