মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৭:৫৯ অপরাহ্ন
স্বপন রবি দাশ,হবিগঞ্জ জেলা প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাই উপজেলার মোড়াকরি ইউনিয়নের জিরুন্ডা গ্রামের এলাইছ মিয়া মা-বাবা কে শারীরিক অত্যাচার করায় তাকে পুলিশের হাতে তুলে দিয়েছেন ছেলের মা- বাবা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী) দিবাগত রাত ১১টায়।লাখাই থানা সুত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে লাখাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুনু মিয়াকে বিষয়টি অবহিত করলে তিনি এএসআই সুমন চন্দ্র দাশ আদেশ প্রাপ্ত হয়ে সঙ্গীয় পুলিশ ফোর্স জিরুন্ডা গ্রামে আসামীর বাড়ীতে পৌছলে আসামীর মা-বাবা ও স্থানীয় ইউপি সদস্যসহ গন্যমান্য ব্যক্তিবর্গ ছেলে এলাইছ মিয়া তার মা-বাবা কে প্রায় সময়ই অত্যাচার করে মর্মে অভিযোগ করেন। মা-বাবা ও ইউপি সদস্যসহ এলাকার লোকজন নাজির মিয়ার পুত্র এলাইছ মিয়াকে পুলিশের হাতে তুলে দেন। এএসআই সুমন চন্দ্র দাশ শান্তি শৃঙ্খলা রক্ষার্থে কাঃ বিঃ ১৫১ ধারায় গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন। গ্রেপ্তারকৃত আসামীকে শুক্রবার (২৪ ফেব্রুয়ারী) হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন লাখাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুনু মিয়া।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।