বুধবার, ১৪ মে ২০২৫, ০৩:৩১ পূর্বাহ্ন
নাঈম মৃধা,বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনার তালতলীতে ভূমিহীনের বন্দোবস্তো জমি অবৈধভাবে জবর দখল করার অভিযোগ পাওয়া গেছে। একই সাথে জমিতে থাকা বিভিন্ন গাছপালা কেটে ফেলেছে অবৈধ দখলদারীরা। উপজেলার ৩নং কড়ইবাড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের শানুরবাজার (মসজিদ) এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী নিরুপায় হয়ে তালতলী সাংবাদিক ঐক্যজোটে আনোয়ার (৫৫) পিতা হযরত আলী, রাসেল (৩০) পিতা আনোয়ার, সোহেল (৩০) পিতা আ.রাজ্জাক ও ফারুকের (৩৫) বিরুদ্ধে বন্দোবস্ত জমি জোরপূর্বক দখলের পায়তারা প্রসঙ্গে লিখিত অভিযোগ দিলে সরেজমিন গিয়ে জানা গেছে, শহিদুল (৪৫) ও তার স্ত্রী পাখি (৪০) ভূমিহীন হওয়াতে বাংলাদেশ সরকার ২০০৬-৭ সালে ১ একর জমি বন্দোবস্ত দেয়। ওই জমিতে শহিদুল ও তার বড় ভাই আনোয়ার বসবাস করতে থাকে। একপর্যায়ে বন্দোবস্ত মালিককে জমি থেকে উৎখাত করতে বহিরাগতদের জমি বেদখল দেওয়ার অপচেষ্টা করে এবং শহিদুলকে হুমকির মুখে রেখে সরকার থেকে বন্দোবস্ত পাওয়া জমির গাছপালা গেটে ড্রেন (ব্যার) তৈরি ও ছোট একটি দখল ঘর নির্মান করে।
এবিষয়ে অভিযুক্ত ব্যাক্তিরা বলেন, সরকার শহিদুলকে বন্দোবস্ত দিয়েছে। কিন্তু তার ১ টা দাগ এবং দলিলে স্ত্রীর নামে ভুল আছে। অন্যদিকে আমাদেরও জমি নাই তাই এ জমিতে আমরা স্থান নিয়েছি। তবে জমির দলিলে ওই নামের ভুল খুজে পাওয়া যায়নি।
তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, জমি জবরদখল সংক্রান্ত কোনো লেখিত অভিযোগ পাইনি। পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেব।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।