শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:১৯ অপরাহ্ন
(জামান মৃধা, নীলফামারী প্রতিনিধি):
মহান বিজয় দিবস ও স্বাধীনতার ৫১ বছর পুর্তিতে নীলফামারীর ডিমলা উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার স্মৃতি অম্লানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ডিমলা উপজেলায় বিজয় দিবসের কর্মসূচি শুরু করা হয়।
ডিমলা উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন, ডিমলা থানা, উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ, স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রী, সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ করেন। এরপর মুক্তিযোদ্ধাদের সম্মাননা, বিভিন্ন শারীরিক কসরত, কুচকাওয়াজ এবং দিনব্যাপী নানা রকম ক্রিড়া প্রতিযোগীতার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।
উপজেলা নিবার্হী কর্মকর্তা বেলায়েত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।
আরও উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার (মিন্টু). সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্রনাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা, উপজেলা কৃষি কর্মকর্তা (কৃষিবিদ) সেকেন্দার আলী, ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান, ওসি (তদন্ত) বিশ্বদেব রায়, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু সায়েম সরকার, সকল ইউপি চেয়ারম্যানগণ, বিভিন্ন পেশাজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় সকল সাংবাদিকবৃন্দ।
বিজয় দিবসটির বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিলো সকাল ৮.৩০ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন। এরপর পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিস কর্তৃক কুচকাওয়াজ প্রদর্শন।
সকাল ১০ টায় বিভিন্ন শারীরিক কসরত ও ক্রীড়া অনুষ্ঠান, ১০.৩০ মিনিটে মহিলাদের বালিশ পাসিং খেলা, বেলা ১১.৩০ মিনিটে উপজেলা অডিটোরিয়াম হলরুমে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা প্রদান। দুপুর ১ টায় হাসপাতাল, এতিমখানা ও শিশু-কিশোরদের মাঝে উন্নতমানের খাবার খাবার পরিবেশন এবং বাদ যোহর জাতির, শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে মসজিদে বিশেষ মোনাজাত ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।