শুক্রবার, ১৮ Jul ২০২৫, ০৫:৫০ অপরাহ্ন
কংগ্রেস নিউজঃ
নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের লাগামহীন বৃদ্ধিতে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ কংগ্রেস। দলের বাংলামটরস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় দলের নেতৃবৃন্দ অবিলম্বে দ্রব্যমূল্যের বৃদ্ধি ঠেকাতে কঠোর হওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন।
বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান এ্যাডঃ কাজী রেজাউল হোসেনের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল মোর্শেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মহাসচিব এ্যাডঃ ইয়ারুল ইসলাম, যুগ্ম মহাসচিব এ্যাডঃ মোঃ আব্দুল আওয়াল, ন্যাশনাল সিনেটের সদস্য মোঃ শাহজাহান, এ্যাডঃ মোঃ মিজানুর রহমান ও এ্যাডঃ দেবদাস সরকার, কেন্দ্রীয় শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক প্রভাষক মোস্তফা আনোয়ার ভুইয়া রিপন, দপ্তর সম্পাদক মোঃ তুষার রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
কাজী রেজাউল হোসেন বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনে বিভিন্ন অসাধু সিন্ডিকেট জড়িত থাকে। সরকারের উচিত সুষ্ঠু তদারকির মাধ্যমে এ সকল সিন্ডিকেট চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া। সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোর উদাসীনতার কারণে এসব অসাধু সিন্ডিকেটের দৌরাত্ম বৃদ্ধি পায়।
এ্যাডঃ ইয়ারুল ইসলাম বলেন, বাজারে পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও কিছু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে জনদূর্ভোগ সৃষ্টি করে দ্রব্যমূল্য অস্থিতিশীল করে তোলে। এদের সাথে সরকারের কিছু কর্তাব্যক্তি জড়িত থেকে তাদেরকে সুযোগ করে দেয়।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।