বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৪ অপরাহ্ন
কংগ্রেস নিউজ ঃ
বিদ্যমান বিচার ব্যবস্থায় নির্বাচনী বিরোধের কোন প্রতিকার নেই উল্লেখ করে নির্বাচনী বিরোধ নিষ্পত্তিতে দ্রুত বিচার ট্রাইব্যাল গঠনের দাবী করেছে বাংলাদেশ কংগ্রেস।
গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম বলেছেন, নির্বাচনে যত বড় অনিয়মই হোক না কেনো কোন প্রকারে জিততে পারলে বিজয়ী প্রার্থীর বিরুদ্ধে কোন প্রতিকার নেই সংক্ষুব্ধ প্রার্থীদের জন্য।
এগুলো হাই কোর্ট দেখতে চান না। সংক্ষুব্ধ প্রার্থীদের প্রতিকারের জন্য গতানুগতিক ধারার নির্বাচনী ট্রাইব্যালে আপিল করতে হয়। এই আপিল নিষ্পত্তিতে প্রায় এক দু বছর লেগে যায়। এখানে যে রায়ই হোক না কেনো হাই কোর্টে এসে পরাজিত প্রার্থী স্থগিত আদেশ পেয়ে যান। ওদিকে বিজয়ী প্রার্থী শপথ পড়ে দায়িত্ব পালন করেন এবং মামলা চালাতে থাকেন। হাই কোর্ট শেষ হতে হতে পরবর্তী নির্বাচন এসে পড়ে। কোন প্রকারে হাই কোর্টে মামলা শেষ হলেও আপিল বিভাগে আবার আটকে যায়।
এভাবে চলতে থাকলে দেশে নির্বাচনী সহিংসতা ও অনিয়ম বাড়তে থাকবে। অন্যায় করে নির্বাচিত হয়ে দুর্বৃত্তরা পার পেয়ে আবার তারাই দেশ পরিচালনায় প্রবৃত্ত হবে। তাহলে এর প্রতিকার কী? বিষয়টি নিয়ে ভাবতে হবে নাগরিকসহ বিচার সংশ্লিষ্ট সবার।
সরকার মনে করে বিজয়ী প্রার্থীরা বিচারে হেরে গেলে আবার নির্বাচন করার ঝামেলা পোহাতে হবে। অতএব যারা আছেন তারাই থাকুক। সাম্প্রতিক বছরগুলোতে মৃত্যু জনিত কারণ ছাড়া কোন উপনির্বাচন দেখা যাচ্ছে না। এই বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসা দরকার।
বিবৃতিতে এ্যাডঃ ইয়ারুল ইসলাম, বলেছেন নির্বাচন সংক্রান্ত অনিয়মের অবশ্যই বিচার হতে হবে। তার জন্য দ্রুত বিচার ট্রাইব্যাল গঠনের বিকল্প নেই। ট্রাইব্যালে ৬০ দিন এবং হাই কোর্টে ৯০ দিনের মধ্যে বিচার শেষ করার অবশ্য পালনীয় বিধান করতে হবে। আপিল বিভাগেও নির্ধারিত সময় থাকা দরকার।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।