রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:২২ অপরাহ্ন
(জামান মৃধা,ডিমলা প্রতিনিধি)
নীলফামারী ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ী একতা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে মোহাম্মদ আবছার আলী(৬২) নামক এক ব্যক্তি দগ্ধ হয়েছেন। রবিবার (৩০শে/মে) দুপুর ১২টার দিকে বাজারের চা ব্যবসায়ী আবছার আলীর মালিকাধীন চায়ের দোকান থেকে গ্যাস সিলিন্ডার ফেঁটে আগুনের সূত্রপাত হয়।
এ ঘটনায় ওই বাজারের ৫টি দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে। এছাড়া প্রায় ১৮ থেকে ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন টেপাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান মইনুল হক।
জানা যায়, রবিবার দুপুর ১২টার দিকে একতা বাজারের ব্যবসায়ী আবছার আলীর মালিকাধীন একটি চায়ের দোকান থেকে গ্যাস সিলিন্ডার ফেঁটে আগুনের সূত্রপাত হয় এবং তা মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে ও গ্যাসের কারণে নিমেষেই আগুন ভয়াবহ রূপ ধারণ করে। স্থানীয় লোকজন পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও আগুনের তাপে কেউ কাছেও যেতে পারেননি। এই অগ্নিকাণ্ডে দোকানের মালিক আবছার আলী দগ্ধ হয়েছেন।
এদিকে, একতা বাজারটি (তিস্তা নদীর কূল ঘেঁষে) ধান, ভুট্টা, গম, পেঁয়াজ উৎপাদনে শীর্ষস্থান ধরে রেখেছে অত্র উপজেলায়। এখানে গম ও ভুট্টা ক্রয় ও বিক্রয় করার জন্য বড় বড় গোডাউন ঘড় আছে। তবে নেই অগ্নিনির্বাপক কোন ফায়ার স্টেশন অথবা অগ্নিনির্বাপক সিলিন্ডার।
টেপাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান, মইনুল হক অভিযোগ করে বলেন, আমি নিজে ডিমলা ফায়ার স্টেশনে একাধিকবার ফোন দিলেও দায়িত্বরত (ডিমলা ফায়ার সার্ভিসের) মিন্টু ফোন ধরেননি, পরে,ডিমলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সিরাজুল ইসলাম ফায়ার স্টেশনে লোক পাঠান। তৎক্ষণাৎ (ফায়ার সার্ভিস) ব্যবস্থা গ্রহণ করলে ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো যেত বলে দাবি করেন তিনি। কোনো উপায় না পেয়েই জীবনের ঝুঁকি নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা। পরে বেশ কয়েকটি ছোট পাওয়ার পাম্প মেশিন লাগিয়ে স্থানীয়রাই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
এক পর্যায়ে দীর্ঘ ৩ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় স্থানীয় লোকজন। আগুন নিয়ন্ত্রণে আনলেও নিঃস্ব হয়ে যান ৫টি দোকানের ব্যবসায়ীরা। সারা জীবনের সম্বল হারিয়ে ব্যবসায়ীরা এখন পাগল প্রায়। তারা জানান, দোকান থেকে কিছুই বের করা সম্ভব হয়নি। কোনো রকমে নিজেদের প্রাণটি নিয়ে দৌঁড়ে বের হয়েছেন তারা।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।