শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:৪৯ পূর্বাহ্ন
(জামান মৃধা, নীলফামারী প্রতিনিধি)
“ঈদ পূনর্মিলনী” শব্দ দু’টির সাথে যেন রাশি রাশি আনন্দ মিশে আছে। একে তো ঈদ মানেই আনন্দ, তদুপরি বন্ধু-সুধী-প্রিয়জনদের সাথে পুনরায় মিলিত হবার অতিরিক্ত আনন্দ! এ যেন ঈদের ছুটির পর শুক্রবারের ছুটি। বিষয়টি উপস্থিতির জন্য যতটা আনন্দের, আয়োজকদের জন্য ঠিক যেন ততটাই পেরেশানীর হয়। তবুও এই পেরেশানীতে লুকিয়ে থাকে দ্বিগুণ আনন্দ। একে তো আমিও একজন উপস্থিতি, দ্বিতীয়তে আমি একজন মেজবানও। তাই কষ্টের পরতে পরতে ঘামের মতই যেন খুশী ঝরে হৃদয়ের কার্ণিশে। পরিশেষে শরীরময় ক্লান্তি নিয়ে যখন অনুষ্ঠানের ইতি টানতে যাই, তখন মনে হয় হৃদয় আজ পূর্ণ হলো।
নীলফামারি জেলার ডিমলা উপজেলায় অন্যতম বিদ্যাপীঠ গয়াবাড়ী স্কুল এন্ড কলেজের স্কুল শাখার প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে ঈদের তৃতীয় দিন রবিবার আয়োজিত হলো মিলন মেলা-২১ইং। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গয়াবাড়ী স্কুল এন্ড কলেজের সাবেক ও বর্তমান শিক্ষকগণ। এছাড়াও উপস্থিত ছিলেন গয়াবাড়ী স্কুল এন্ড কলেজের প্রাক্তন কৃতি সন্তানরা। তিন পর্বের এই অনুষ্ঠান শুরু হয় বৃক্ষ রোপনের মাধ্যমে এরপর প্রাক্তন কৃতি ছাত্র শাহরিয়ার কবির (রাহাত) ও আবদুল্লাহ আল মাহমুদ এর সঞ্চালনায় শিক্ষকদের অভ্যর্থনা ও আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। আলোচনা পর্বের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন, প্রাক্তন কৃতিছাত্র জুলকার নাইন (সৈকত) ও প্রাক্তন কৃতিছাত্র জাহিদুল ইসলাম জাহিদ। (জুনিয়র কমিশন অফিসার বাঃ সেনাবাহিনী), নবাব খান। (মেরীন ইঞ্জিনিয়ার), আবু ছায়ীম। (প্রভাষক, চাঁদ খানা মডেল কলেজ), অ্যাডভোকেট ফারুক হোসেন সরকার, মোঃ কামরুজ্জামান (সাবেক ছাত্র ও প্রভাষক,গয়াবাড়ী স্কুল এন্ড কলেজ ) ও মো: লোকমান হোসেন (লিটু)
(সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (গাইবান্ধায় কর্মরত)।
এরপর গয়াবাড়ী স্কুল এন্ড কলেজের শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, গোলাম মোস্তফা ফারুক, রনজিৎ কুমার রায়, নলিনী মোহন রায়, মাওলানা ইদ্রিস আলী,(সাবেক শিক্ষক, গয়াবাড়ী স্কুল এন্ড কলেজ) ,আব্দুল হালিম খান, (সাবেক অধ্যক্ষ,গয়াবাড়ী স্কুল এন্ড কলেজ) আরো উপস্থিত ছিলেন আব্দুর রহিম (শিক্ষক) এছাড়াও আয়োজক কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন মাহমুদুল হাসান। অনুষ্ঠান সার্বিক পরিচালনায় ছিলেন চয়ন হোসেন সরকার, মিরাজ বাপ্পী,দিলীপ কুমার রায়,শ্রী তপন কুমার রায়, মুহাম্মদ নিবিড় হোসেন,তানিন হোসেন, শাহরুখ রায়হান,সবুজ জীবন,আতিক,জাহিদ ও আজিম এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সভাপতি আব্দুল হালিম খান (সাবেক অধ্যক্ষ, গয়াবাড়ী স্কুল এন্ড কলেজ)
সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।