সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৭:০৫ পূর্বাহ্ন
জামালপুরে মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে জন সাধারণের সচেতনতা সৃষ্টির জন্য জামালপুর জেলা পুলিশের উদ্যোগে শহরের ফৌজদারি মোরে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ ও গণপরিবহনে স্টিকার লাগানো হয়েছে ।
রবিবার (২১ মার্চ )সকালে পুলিশ সুপারের কার্যালয় থেকে অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকার এর নেতৃত্বে একটি রেলী বের হয়ে শহরের প্রধান সড়ক পদক্ষিণ করে । এ সময় জামালপুরের পুলিশ সুপার জনাব নাছির উদ্দিন আহমেদ উপস্থিত থেকে জনসাধারণকে মাস্ক পড়িয়ে দেন। পুলিশ সুপার জানান হটাৎ করেই দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যায় তাই সরকারের নির্দেশনা অনুযায়ী সারা দেশের ন্যায় জামালপুর জেলায় আগামী দশ দিন ব্যাপী জনসাধারণের ব্যাপক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই কর্মসূচি অব্যাহত থাকবে ।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।