শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৯:২৪ পূর্বাহ্ন
তৌফিকুর তোহা
পাবনা জেলা প্রতিনিধি
ভোরের প্রত্যাশা ফাউন্ডেশন শিশুদের কল্যাণে নিয়োজিত একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন। শিশু নির্যাতন বন্ধ, শিশুশ্রম নির্মূল এবং গ্রাম ও শহরে বসবাস কৃত শিশুর মাঝে সার্বিক ব্যাবধান দূর করে শিশুকে সুস্থ সংস্কৃতি চর্চা এবং মানবিক শিক্ষাতে শিক্ষিত করে যোগ্য নাগরিক তৈরিতে সহযোগিতা করার মহৎ লক্ষ্য নিয়ে কাজ করে সংগঠনটি।
আজ ১২/০৩/২০২১ ইং শুক্রবার মেডিপ্যাথ এর সহযোগিতায় সংগঠনটির আয়োজনে ফ্রী স্বাস্থ্য সেবা ক্যাম্প “সংগ্রাম-২০২১” এর আয়োজন করা হয়।ক্যাম্পে গরিব দুস্থ মানুষকে ফ্রী রক্ত পরিক্ষা, ডায়বেটিস পরিক্ষা ও অভিজ্ঞ ডাক্তার দিয়ে চিকিৎসা দেওয়া হয়।অনুষ্ঠানেউপস্থিত ছিলেন “মেডিপ্যাথ” এর পরিচালক জিয়াউর রহমান বিশ্বাস জিউ।মেডিপ্যাথ এর মেডিকেল অফিসার রাহুল হামিদ জনি।ভোরের প্রত্যাশা ফাউন্ডেশনের উপদেষ্টা জাহাঙ্গীর আলম বয়েন।সংগঠনে সভাপতি তৌফিকুর রহমান।সংগঠনের সচিব শাহিন রেজা।প্রদীপ ফাউন্ডেশনের সভাপতি মুসফিক পারভেজ। মোস্তাক আহমেদ,সাকিব হাসান,শামিম আহমেদ,রিতু খাতুন,রনিসহ সংগঠনের অন্যন্য সদস্যবৃন্দ। অনুষ্ঠান শেষে অতিথিদের শুভেচ্ছা দেওয়া হয়।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।