শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৮:৩৩ অপরাহ্ন
রফিকুল ইসলাম মামুন, বিশেষ প্রতিনিধি।
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সিলেটে দীর্ঘদিন যাবত বন্ধ ছিলো কমিউনিটি সেন্টার। যার ফলে এতোদিন ঘরোয়া পরিবেশেই আয়োজিত হয়েছে বিয়েসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠান সমুহ। এবার কমিউনিটি সেন্টারগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিলেটের জেলা প্রশাসন। তবে এ জন্য জুড়ে দেওয়া হয়েছে কিছু শর্তাবলী।
করোনার সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলতে জনসমাগম ঠেকাতে গত মার্চ থেকেই বন্ধ ছিলো সিলেটের কমিউনিটি সেন্টারগুলো। এতে ব্যবসায়িক লোকসানের মুখে পড়েন কমিউনিটি সেন্টারের ব্যবসায়ীরা। প্রায় সাড়ে ৫ মাস পর গত শনিবার সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম শর্ত সাপেক্ষে কমিউনিটি সেন্টার খোলার অনুমতি প্রদান করেছেন।
এ তথ্য জানিয়েছেন সিলেট কমিউনিটি সেন্টার মালিক কল্যান সমিতির সাধারণ সম্পাদক আবু মুত্তাকিম মিতুল।
তিনি জানান, শর্তসাপেক্ষে কমিউনিটি সেন্টার খোলতে সিলেট জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম সাক্ষরিত অনুমতিপত্র শনিবার সিলেট কমিউনিটি সেন্টার মালিক কল্যাণ সমিতির বরাবর প্রেরণ করা হয়।
শর্তের মধ্যে রয়েছে- যে কোনো অনুষ্ঠান আয়োজনে ধারণক্ষমতার ৫০ শতাংশের বেশি অতিথি জড়ো করা যাবে না। এছাড়া স্বাস্থ্যবিধি সামাজিক দুরত্ব বজায় নিশ্চিত করতে হবে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।