সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০২:৪৮ পূর্বাহ্ন
মোঃ আপেল মাহমুদ রাজু, স্টাফ রিপোর্টঃ দৈনিক পরিবর্তন
রাজশাহীর পুঠিয়া উপজেলাধীন “বানেশ্বর শপ” এর সিইও মোঃ মাহমুদুর রহমান সোহেল দির্ঘ্য ৫ বছর ধরে তার নিজ প্রতিষ্ঠান থেকে ১০০% নিশ্চয়তার সহিত দেশের বিভিন্ন স্থান সহ বিদেশে ফরমালিন মুক্ত আম সুনামের সহিত সরবরাহ করে যাচ্ছেন।
বাংলাদেশ হলো পৃথিবীর নবম আম উৎপাদনকারী দেশ। এখানে বার্ষিক প্রায় ১ হাজার মেট্রিকটন আম উৎপাদিত হয়। দেশের শতকরা ৪২ ভাগ আম উৎপাদিত হয় আমাদের রাজশাহীতে।
তাই জনগনের স্বাস্থ্যের কথা বিবেচনা করে উৎপাদিত আমকে বিভিন্নভাবে প্রক্রিয়াজাত করে স্বাস্থ্য সম্মত উপায়ে বাজারজাত ও খাদ্যপন্য হিসেবে সরবরাহ করার জন্য প্রতিষ্ঠিত হয়েছে রাজশাহীর বানেশ্বর শপ।
এদিকে জনগনের চাহিদা ও স্বাস্থ্যের কথা বিবেচনা করে আগামী ১ লা জুলাই ২০২০ থেকে বাজারে আম রুপালী
ডেলিভারি দেওয়া শুরু করবে রাজশাহীর বানেশ্বর শপ। তাছাড়া ভোক্তার চাহিদাকে সর্বোচ্চ বিবেচনায় এনে বাজারের সকল ধরনের আমের পাশাপাশি হাড়ীভাঙ্গা আম সরবরাহ করা হচ্ছে।
তাই দিন-রাত ২৪ ঘন্টা হট লাইন 01774109676 (টোল প্রযোজ্য) নাম্বার থাকায় আপনার পাচ্ছেন ১০০% ফরমালিন মুক্ত রাজশাহীর সেরা আম সংগ্রহের সেবার নিশ্চয়তা।
বানেশ্বর শপ এর সিইও মোঃ মাহমুদুর রহমান সোহেল এ প্রসঙ্গে বলেন, জনগনের ভালবাসায় আমি ধন্য, তাদেরকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাইনা। আমি শুধুমাত্র একটা কথাই বলে যেতে চাই, শুধু লাভের জন্য এ ধরনের উদ্যোগ গ্রহণ করতে বাজারে আসিনি। আমি বাংলাদেশের জনগনের স্বাস্থ্যের কথা বিবেচনা করে ও বিদেশে দেশি পন্যের সুনাম অক্ষুণ্ণ রাখতে এই ক্ষুদ্র প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। মহান আল্লাহু সহায় থাকলে আমার এই প্রচেষ্টা জনগনের চাহিদা অনুযায়ী চালিয়ে যাবো ইনশাআল্লাহ।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।