রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:০৩ পূর্বাহ্ন
তাপস কর, ঈশ্বরগঞ্জ প্রতিনিধি ময়মনসিংহ।
মঙ্গলবার (১৬ জুন) বিকেলে পুলিশ অভিযান চালিয়ে একটি পিস্তল, ৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র ও মাদকসহ তাদের আটক করে।
জানা যায়, উপজেলা সোহাগী ইউনিয়নের বৃকাঁঠালিয়া গ্রামের মোহাম্মদ আলী নামে এক ব্যক্তির ঘরে নিয়মিত মাদকের আসর বসে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পায় ওই মাদকের আসরে আগ্নেয়াস্ত্রধারী ব্যাক্তিরাও যাতায়াত করে।
খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মোখলেছুর রহমান আকন্দের নেতৃত্বে এস আই লতিব, এ এস আই মহসিন আলমসহ সঙ্গীয় ফোর্স অভিযানে যান।পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদকের আসর থেকে ঘরের মালিক মোহাম্মদ আলীসহ দু’জন পালিয়ে গেলেও আগ্নেয়াস্ত্র বহন করা বিল্লাল হোসেন (৪৫) এবং মাদক সেবনকারী মিলনকে (৪০) আটক করে পুলিশ।
আটককৃত বিল্লালের বাড়ি গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের খালিয়াজুড়ি গ্রামে। সে ওই গ্রামের মৃত মাহতাব উদ্দিনের ছেলে। মিলনের বাড়ি ঈশ্বরগঞ্জ পৌর এলাকার চরহোসেনপুর গ্রামে। তার পিতার নাম ফজর আলী।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোখলেছুর রহমান আকন্দ সময়বিডি ডটকম-কে জানান, গোপনসূত্রে আগ্নেয়াস্ত্রধারী ও মাদকের আসরের খবর পেয়ে অভিযান চালানো হয়। ওই সময় অস্ত্র, ৫ রাউন্ড গুলি, মাদকসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বলে জানান।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।