মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১২:০৪ অপরাহ্ন
মো: রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি:
গত ০৪/০৩/২০২৩খ্রিঃ রাত ০৩.৩০ ঘটিকা হইতে ০৪.৩০ ঘটিকার মধ্যে সিএনজি চোর ১। মোঃ সাহেদ মিয়া (৩০), পিতা-মৃত আব্দুল হামিদ, মাতা-মৃত জমিলা খাতুন, সাং-পশ্চিম জয়পুর (চেরাগ মুন্সির বাড়ী), থানা-বাহুবল, জেলা-হবিগঞ্জ, তাহার সঙ্গীয় আসামী ২। লুক্কা (৩০), মোবাইল ০১৭৬৫৭২৫৭৩৭, পিতা-হুতকা, সাং-পানি উন্দা, থানা-নবীগঞ্জ, জেলা-হবিগঞ্জ, ৩। আল আমিন(২৫), মোবাইল ০১৭৪৪১৮৪৬৬৫, পিতা-অজ্ঞাত, সাং-ডোবারাই, পাম্পের পাশে, থানা-বাহুবল, জেলা-হবিগঞ্জ সহ অজ্ঞাতনামা ১/২ জন আসামী শ্রীমঙ্গল থানাধীন ডেঙ্গারবন এলাকার মোঃ রাজ্জাক মিয়ার একটি সিএনজি গাড়ি যাহার রেজিঃ নং-মৌলভীবাজার-থ-১২-৩৪৩৭ চুরি করিয়া নিয়া যাওয়ার সময় রাজ্জাক মিয়ার ছেলে জুনাইদ মিয়াসহ এলাকার লোকজন ধাওয়া করিয়া চোর সাহেদ মিয়া (৩০),কে ০৪/০৩/২০২৩ইং তারিখ ৫.১৫ ঘটিকার সময় ০২নং ভুনবীর ইউনিয়নের ভুনবীর বাজারে বাদির চোরাই হওয়া সিএনজি ও চোরাই কাজে ব্যবহৃত নাম্বার বিহীন সিএনজিসহ আটক করেন। তখন তাহার সাথে থাকা অন্যান্য চোরেরা পালাইয়া যায়। সংবাদ প্রাপ্ত হইয়া শ্রীমঙ্গল থানা পুলিশ সিএনজি ও চোর সাহেদ মিয়াকে পুলিশ হেফাজতে গ্রহন করেন।
উক্ত ঘটনার বিষয়ে শ্রীমঙ্গল থানায় একটি চুরি মামলা রুজু হয়। আসামীকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।