বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৭:৩৬ অপরাহ্ন
রফিকুল ইসলাম মামুন, বিশেষ প্রতিনিধি
সিলেট সদর উপজেলা ফুটবল একাডেমি আয়োজিত জাতির জনক বঙ্গঁবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্ট বাদাঘাট সিলেট কেন্দ্রীয় কারাগার সংলগ্ন কাজিরগাঁও মাঠে শুরু হয়েছে।
গতকল্য মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) ২০২১ ইংরেজি বিকেল ৩ টায় খেলার শুভ উদ্বোধন করেন বাংলাদেশ দলের সাবেক কিংবদন্তি ফুটবলার কায়সার হামিদ।
সিলেট জেলা পরিষদের ১নং ওয়ার্ড সদস্য মোহাম্মদ শাহানুরের সভাপতিত্বে আওয়ামী লীগ নেতা এম উস্তার আলী ও যুবলীগ নেতা কুতুব উদ্দিনের যৌথ সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাছির উদ্দিন খান, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বাবু জগদিশ চন্দ দাশ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, কোষাধ্যক্ষ শমসের জামাল, জেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট নুরে আলম সিরাজী, মহানগর আওয়ামী লীগ নেতা সুদীপ দে, অধ্যক্ষ শামসুল ইসলাম, হাটখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজির উদ্দিন, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠিনিক সম্পাদক আমির উদ্দিন, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক সাজ্জাদ আহমদ সাজ্জাদ, হাটখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মশাহীদ আলী, মোগলগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান শামসুল ইসলাম টুনুমিয়া, মোগলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদ চুনু, কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, জালালাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ মছদ্দর আলী, কান্দিগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাহিদ আলী, হাটখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, আওয়ামী লীগ নেতা ফজলুর রহমান, হাটখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি খুরশিদ আলম, স্পেন প্রবাসী আব্দুল মালিক আজির,
আওয়ামী লীগ নেতা, গ্রেটার কামালবাজার স্পোর্টস ডেভেলপমেন্ট এসোসিয়েশনের আহ্বায়ক সামছুল হক, শাহনুর মেম্বার, ফজলু মেম্বার, আওয়ামী লীগ নেতা আনোয়ার মিয়া, আব্দুল মন্নান, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ফারুক আহমদ, আওয়ামী লীগ নেতা মনোহর আলী বঙ্গবাসী, আব্দুল হক, আলমগীর হোসেন, আবু বকর পারভেজ, লিটন পাল, যুবলীগ নেতা আবু সুফিয়ান, ফয়সল আহমদ, সদর উপজেলা তাঁতী লীগের সভাপতি দিলোয়ার হোসেন, যুবলীগ নেতা নিজাম উদ্দিন, মোস্তাক আহমদ, সাদিক আহমদ, রুহুল আমিন শাওন, নূর মিয়া, আল আমিন।
উদ্বোধনী ম্যাচে কাঁন্দিগাও ইউনিয়নের সায়েস্তা ফুটবল দল টুকেরবাজার নয়াগ্রাম স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে পরাজিত করে।
খেলার ধারাভাষ্যে ছিলেন জিয়াউল হক জিয়া ও আব্দুল কাদির সুজন। খেলা পরিচালনা করেন আব্দুর রব সুজন, সহকারী শামীম আহমদ ও গোলজার আহমদ। ম্যাচ কমিশনারের দায়িত্ব পালন করেন মো. আব্দুল বাসিত।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।