রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৪২ অপরাহ্ন
হেলাল উদ্দিন সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার নওগাঁ বাজার এলাকার গ্রাজুয়েটদের সংগঠন “হ্যাভেন সোসাইটি” এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি -২০২২ বাস্তবায়িত হয়েছে। ২০১২ সালের ২২শে আগস্ট বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত অত্র এলাকার মেধাবী ছাত্রদের নিয়ে- শিক্ষা-সম্প্রীতি-সমৃদ্ধি মূল মন্ত্রে “শিক্ষিত সমাজ আলোকিত দেশ” শ্লোগানে প্রতিষ্ঠিত হয় “হ্যাভেন সোসাইটি” । প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যের পাশাপাশি দূর্যোগেপূর্ণ সময়ে ত্রান সহায়তা ও প্রতিবছর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অত্র এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। ধারাবাহিক ভাবে জিন্দানী ডিগ্রি কলেজ, বাজার হাফেজিয়া মাদ্রাসায়, পংরৌহালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সুনামধন্য বানিয়াবহু এইচ এস উচ্চ বিদ্যালয়ে উক্ত কর্মসূচি বাস্তবায়িত হয়।উক্ত কর্মসূচি বাস্তবায়নে সুনির্দিষ্ট পরিকল্পনা ও সার্বিক সহযোগিতা প্রদান করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃআনিছুর রহমান স্যার সহ সকল শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ। বৃক্ষরোপণ কর্মসূচিতে পরিবেশ বান্ধব ও সৌন্দর্য বর্ধক বৃক্ষ “প্যানিক্যাল দেবদারু” গাছের চারা রোপণ করা হয়,যা স্থানীয় অঞ্চলে এমন ধরনের গাছ এটাই প্রথম লাগানো হয়। উক্ত কর্মসূচিতে হ্যাভেন সোসাইটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সাইফুল ইসলাম ও বর্তমান সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার সহ অন্যান্য সদস্যবৃন্দ। কর্মসূচিতে সম্মানিত প্রধান শিক্ষক মহোদয় বৃক্ষরোপণের মাধ্যমে উদ্ভোদন করে পরিবেশ সচেতনতামূলক ও উপদেশাত্মক বক্তব্য প্রদান করেন। উক্ত কর্মসূচির সাফল্য ও ভবিষ্যতের বিভিন্ন কর্মসূচির পরিকল্পনা উপস্থাপন করে বক্তব্য প্রদান করেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও বর্তমান সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার। তারা বলেন আমরা প্রত্যাশা করি, ভবিষ্যতে হ্যাভেন সোসাইটি এর কার্যক্রম অগ্রগতি দ্রুততর ও সফল হোক এবং এই অঞ্চলের পরিবেশের জন্য সহায়ক ভুমিকা রাখুক এবং অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসুক।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।