মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৬:৩৯ পূর্বাহ্ন
হেলাল উদ্দিন সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জে ১৩৭ কেজি গাঁজাসহ ফারুক মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২ সদস্যরা।
ফারুক মিয়া(৩৫), কুমিল্লা জেলার মুরাদনগর থানার পৈায়া পাথর গ্রামের আবুল কালামের ছেলে।
রবিবার (১৯ মার্চ) সকালে র্যাব-১২ এর অধিনায়ক মারুফ হোসেনের নির্দেশনায় র্যাব-১২’র স্পেশাল কোম্পানীর আভিযানিক দল সিরাজগঞ্জ সদর থানার বনবাড়িয়া মাসুমের চাতালের সামনে এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৩৭ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
এছাড়াও তাহার সাথে থাকা মাদক ক্রয়-বিক্রয় ও বহনের কাজে ব্যবহৃত ১টি ট্রাক, ২৪ টি ড্রাম এবং ১টি মোবাইল জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে,আসামী দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলো। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিষয়টি রবিবার দুপুরে র্্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এরশাদুর রহমান এক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।