বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৬ অপরাহ্ন
হেলাল উদ্দিন,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মিছিলে বাধা দেয়াকে কেন্দ্র করে সিরাজগঞ্জে বিএনপি ও আওয়ামী লীগ নেতা-কর্মীদর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। সংঘর্ষের ঘটনায় শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার ইবি রোড ও কলেজ রোড এলাকায় সংঘর্ষের ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে সমাবেশের আহ্বান করে জেলা বিএনপি। সমাবেশে আসার পথে কলেজ রোড এলাকায় একটি মিছিলে বাধা দেয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পরে সংঘর্ষ শহরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। দফায় দফায় চলা এই সংঘর্ষে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে উভয় পক্ষের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছে। এই সংঘর্ষের ঘটনায় বিএনপি ও আওয়ামী লীগের নেতারা একে অপরকে দায়ী করেছেন।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।