বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:৫৪ অপরাহ্ন
নাসির হায়দার,সাপাহার প্রতিনিধি:
২০২০ সালের এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নওগাঁর সাপাহারে আল হেলাল ইসলামী এন্ড কলেজ বরাবরের মতো শীর্ষ স্থান দখল করেছে।বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে অধিকাংশ সময়ে পরীক্ষার্থীদের মেধা তালিকায় শীর্ষে অবস্থান করে থাকে যার ব্যত্যয় ঘটেনি এবারো।
অত্র প্রতিষ্ঠান হতে এস.এস.সি পরীক্ষায় এবছরে ২০৩জন জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে শতভাগ পাশ সহ ১৪০জন শিক্ষার্থী জিপিএ-৫পেয়ে আবারো শীর্ষ তালিকায় নাম লেখা অক্ষুন্ন রেখেছে।
দ্বিতীয় স্থানে রয়েছে সদরের আরো এক স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ‘পাইলট উচ্চ বিদ্যালয়।’ এ বিদ্যালয় হতে ১৮১জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে শতভাগ উত্তীর্ন সহ জিপিএ-৫ পেয়েছে ১০৬জন।
এছাড়া সদরের সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, জামান নগর বালিকা উচ্চ বিদ্যালয় ও ডাঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয়কে পাশ কাটিয়ে তৃতীয় স্থান দখল করেছে সদর থেকে প্রায় ২০ কিমি দূরের পাড়া গ্রামের একটি শিক্ষা প্রতিষ্ঠান ‘বাদ চহেড়া উচ্চ বিদ্যালয়।’ এ বিদ্যালয় হতে ৫৪জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে এক জন অকৃতকার্য। জিপিএ-৫ পেয়েছে মোট ১৫জন শিক্ষার্থী।
তাছাড়াও ভালো রেজাল্টের তালিকায় রয়েছে উপজেলার নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।