শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০১:২৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
আলোকন ইসলামিক প্রি-ক্যাডেট স্কুল, একডালা, বাগাতিপাড়া, নাটোর-এ এক হৃদয়ছোঁয়া ও সুশৃঙ্খল অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সম্মানিত পরিচালক মনিরুজ্জামান মিন্টু, যিনি শিক্ষার মানোন্নয়ন ও নৈতিক শিক্ষার প্রসারে অবিচল থেকে কাজ করে চলেছেন।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ- মুক্তার হোসেন ও জহির উদ্দিন মোহাম্মদ বাবর। তাঁরা স্কুলের সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের মানসিক, আচারিক ও চারিত্রিক গঠনে অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।
বিশেষ উপদেষ্টা হিসেবে বক্তব্য রাখেন চাঁদ মোহাম্মদ, যিনি বলেন, একটি শিশুর পরিপূর্ণ বিকাশে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এছাড়াও সমাবেশে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবকবৃন্দ, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আলোচনায় শিক্ষার গুণগত মান, নৈতিকতা, শিশুর সার্বিক বিকাশে পারিবারিক ভূমিকা, এবং আধুনিক ও ইসলামিক শিক্ষার সমন্বয়ের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
বিদ্যালয়ের বর্তমান অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা অভিভাবকদের সামনে উপস্থাপন করা হয়, যা সকলের মাঝে আশার আলো জাগায়।
বিদ্যালয়ের পরিচালক মনিরুজ্জামান মিন্টু বলেন,
আমাদের স্কুলে আরবি, ইসলামিক স্টাডিজ, বাংলা ও ইংরেজি মিডিয়াম- এই তিন ধারার সমন্বয়ে শিক্ষা প্রদান করা হয়, যাতে করে আমাদের ছাত্রছাত্রীরা আধুনিক জ্ঞান ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে গড়ে ওঠে।
তিনি বাগাতিপাড়া উপজেলা শিক্ষা অফিসার ও ইউএনও মহোদয়ের সদয় দৃষ্টি আকর্ষণ করে বলেন, এ প্রতিষ্ঠানটি যাতে আরও উন্নয়নের সুযোগ পায়, সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা একান্ত প্রয়োজন।
সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা আশাবাদ ব্যক্ত করেন যে,
আলোকন ইসলামিক প্রি-ক্যাডেট স্কুল আগামী দিনে বাগাতিপাড়ার একটি আদর্শ ও মডেল শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে- ইনশাআল্লাহ।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।