মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:২৭ অপরাহ্ন
মাহদী হাসান
সাদুল্লাপুর উপজেলার ধারাইচতরা বিলে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে রিয়ন মিয়া (৭) ও তামিম মিয়া (৬) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। রিয়ন মিয়া ওই গ্রামের শহীদ মিয়ার ছেলে ও তামিম মিয়া একই গ্রামের মিজানুর রহমানের ছেলে।
শনিবার (৪ নভেম্বর) দুপুর ১২ টার দিকে ধারাই চতরা বিলের রাঘবেন্দ্রপুর অংশে এ ঘটনা ঘটে।
জানা যায় দুই শিশু অভিভাবকদের অজান্তে বিলের পানিতে শাপলা ফুল তুলতে যায়।শিশু দুটি দীর্ঘক্ষণ বাড়িতে দেখেতে না পেয়ে অভিভাবরা জানতে পারে তারা বিলের দিকে গেছে।পরে বিলের পানিতে নামার পর খোঁজাখুজির এক পর্যায়ে তাদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের কে মৃত্যু ঘোষণা করে।
এ ঘটনার সত্যতা স্বীকার করে ইদিলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান বলেন, আমি ওই শিশুরের বাড়ীতে এসেছি তবে এটা খুবই দুঃখজনক ঘটনা। প্রত্যেক অভিভাবককে সতর্ক হওয়ার পরামর্শ দেন তিনি।
তাদের মৃত্যু বিষয়টি নিশ্চিত করেন সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম রানা,ও ধাপেহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পবিত্র কুমার।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।