শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৫৭ পূর্বাহ্ন
সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার কুটিবাড়ি সীমান্তে বিজিবি’র অভিযানে ৫কোটি টাকা মুল্যের ১ কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়েছে। বুধবার ভোররাতে কলারোয়ার কুটিবাড়ি সীমান্ত এলাকা হতে এ মাদক জব্দ করা হয়। তবে কোন আসামী আটক হয়নি।
সাতক্ষীরা ৩৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, কাকডাঙ্গা বিওপির নায়েব সুবেদার আবু তাহেরের নেতৃত্বে বিজিবি’র একটি টহল দল কুটিবাড়ি সীমান্তে অভিযান চালায়। এসময় ভারত থেকে নিয়ে আসা মাদকভর্তি ব্যাগ ফেলে অজ্ঞাত এক ব্যক্তি পালিয়ে যায়। পরে ব্যাগ তল্লাশি করে ১ কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়। যার বাজার মুল্য আনুমানিক ৫ কোটি টাকা। এবিষয়ে কলারোয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানান অধিনায়ক।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।