শুক্রবার, ০৯ মে ২০২৫, ০১:১১ অপরাহ্ন
গ্রেফতারকৃত আসামীরা হলেন:- ১। সিআর-৮৬/২২ (শ্রী:) মামলায় ০১ (এক) মাসের কারাদন্ড প্রাপ্ত সাজা পরোয়ানাভুক্ত আসামী সুরঞ্জিত শীল, পিতা-সুখীচরন শীল, সাং-পশ্চিম শ্রীমঙ্গল, ২। সিআর-১২৬/২৩ (শ্রী:) মামলার পরোয়ানাভুক্ত আসামী হারুন মিয়া, পিতা-মৃত জুয়েল মিয়া, সাং-বাদে আলীশা, উভয় থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার, ৩। শ্রীমঙ্গল থানার মামলা নং-০৭(০৯)২৩ এর এজাহার নামীয় আসামী জামাল আব্দুল্লাহ, (৩৫), পিতা-রুশন মিয়া, গ্রাম-মমরাজপুর, ৪। ফৌঃ কাঃ বিঃ আইনের ১৫১ ধারায় গ্রেফতারকৃত আসামী জুয়েল আহমেদ (২৩), পিতা-মৃত হাজী মনোয়ার হোসেন, সাং-রাঙ্গুরিয়া, উভয় থানা-মৌলভীবাজার সদর, জেলা-মৌলভীবাজার।
সকল আসামীদের অদ্য ১১/০৯/২০২৩ইং তারিখ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।