শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:১৮ পূর্বাহ্ন
রাজশাহী প্রতিনিধি নূরুন নবী :
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
১। ০৩ জানুয়ারি ২০২৪ তারিখ সময় রাত্রী ০০.৩০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন আলীনগর ইউনিয়নের ইমামনগর নামক এলাকায় অপারেশন পরিচালনা করে ওয়ান শুটারগান-০১ টি, ফেন্সিডিল-১৫ বোতল, মোবাইল-০১টি, সীম-০১টি উদ্ধার করেন এবং আসামী ১। মোঃ সামিন আলী (৩৫), পিতা-মোঃ একরামুল হক, সাং-ইমাম নগর, থানা-গোমস্তাপুর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ’কে আটক করে।
২। ঘটনার বিবরণে প্রকাশ: গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন আলীনগর ইউনিয়নের ইমামনগর গ্রামস্থ মাদক ব্যবসায়ী মোঃ সামিন আলী (৩৫), পিতা-মোঃ একরামুল হক এর বসত বাড়িতে বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্য মজুদ আছে। উক্ত সংবাদ পেয়ে উক্ত আটককৃত মোঃ সামিন আলী এর বসতবাড়ীতে র্যাবের টিম পৌঁছে ঘেরাওকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে ০২ জন ব্যক্তি বাড়ির ভিতরের গেট খুলে পালানোর চেষ্টা কালে উক্ত বাড়ীর গেটেই ০১ জন ব্যক্তিকে আটক করে এবং অপর ০১জন অজ্ঞাতনামা ব্যক্তি রাতের আধাঁরে দ্রুত গতিতে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে তার বসতবাড়ী তল্লাশী করে ঘরের প্রবেশদ্বারে থাকা খড়ের মাচার ভিতর অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় উক্ত ওয়ান শুটারগান ও ফেন্সিডিল উদ্ধার করে।
৩। আটককৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আটককৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবত এলাকায় অবৈধ মাদক ব্যবসা করে আসছে। উদ্ধারকৃত ওয়ান শুটারগান অবৈধভাবে মাদক ব্যবসায় এলাকায় আধিপত্য বিস্তারের উদ্দেশ্য নিজের হেফাজতে রেখেছিল।
উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।