শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:০০ অপরাহ্ন
মোঃ সিরাজুল ইসলাম
রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার তারাবো এলাকার শবনম অয়েল কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গত ১২অক্টোবর রবিবার রাতে কারখানার তেলের প্লান্টের রিফাইনারিতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ডেমরা, কাঁচপুর ও নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট দুই ঘন্টা চেষ্টা চালিয়ে ভোর ৫টায় আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে কারখানার মেশিনারিজ ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতির পরিমাণ নিরুপন করা হচ্ছে।
ডেমরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ আলী বলেন, শবনম অয়েল কারখানায় আগুনের সংবাদ পেয়ে মোট ৫টি ইউনিট দুই ঘন্টা চেষ্টা চালিয়ে ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে অগ্নিকান্ডের কারন জানা যায়নি। কোন হতাহতের ঘটনা নেই। ক্ষতির পরিমাণ নিরুপন করা হচ্ছে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।