সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ০৭:২৮ অপরাহ্ন
মোঃ সিরাজুল ইসলাম
রুপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে রিভালবারসহ (পিস্তল) কিশোরগ্যাং সদস্যকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। গতকাল ৬ এপ্রিল রবিবার রাত ১টার দিকে উপজেলার তারাবো পৌরসভার কর্ণগোপ এলাকায় যুবদল নেতা শফিকুল ইসলামের বাড়িতে সন্ত্রাসীরা রামদা, অস্ত্র নিয়ে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ করে। এসময় সন্ত্রাসীরা তাঁর বাড়িতে ভাঙচুর চালায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে রিভালবারসহ বায়েজিদ(১৪) নামে একজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত বায়েজিদ কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার মানিকপুর এলাকার মোঃ দেলোয়ার মিয়ার ছেলে।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, রবিবার রাতে কর্ণগোপ এলাকায় অভিযান চালিয়ে রিভলভারসহ বায়েজিত নামে একজনকে আটক করা হয়। আটকৃত আসামিকে অস্ত্র আইনে মামলা দায়ের করে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।###
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।