শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৮ অপরাহ্ন
মোঃ সিরাজুল ইসলাম
রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।
মাদক নির্মূলে চলমান কর্মকাণ্ডের অংশ হিসেবে বুধবার (১০ ডিসেম্বর) রাত প্রায় ২টা ৪০ মিনিটে ওসি সবজেল হোসেনের সার্বিক নির্দেশনায় র্যাপিড রেসপন্স টিম-৫ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, গভীর রাতে টহলরত অবস্থায় গোপাল নগর বাজার এলাকায় দুই ব্যক্তিকে সন্দেহ জনকভাবে ঘোরাফেরা করতে দেখে থামার নির্দেশ দেওয়া হয়। তারা পালানোর চেষ্টা করলে পুলিশ দ্রুত ধাওয়া করে আটক করে।
পরবর্তীতে তল্লাশি চালিয়ে তাদের ব্যাগ ও শরীর তল্লাশি করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করে।
অভিযানে নেতৃত্ব দেন ডিউটিরত অফিসার এসআই মোহাম্মদ রোকন আলীসহ র্যাপিড রেসপন্স টিম-৫ এর অন্যান্য সদস্যরা। পুলিশের উপস্থিত বুদ্ধি ও দ্রুত পদক্ষেপে কোনো দুর্ঘটনা ছাড়াই অভিযান সফল হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- রূপগঞ্জের গোপালনগর গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে ওয়াসিম (৩৬), শিমুলিয়া গ্রামের মোঃ সুকেন্দ্র উদ্দিনের ছেলে সুমন মিয়া (২৬)।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচার সঙ্গে জড়িত। তারা গভীর রাত বা ভোরে সুযোগ বুঝে বিভিন্ন স্থানে ইয়াবা ও গাঁজা সরবরাহ করত।
রূপগঞ্জ থানার ওসি সবজেল হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে রূপগঞ্জ থানা জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে। যুব সমাজকে রক্ষা এবং এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না। আমাদের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। শিগগিরই তাদের আদালতে প্রেরণের প্রক্রিয়া সম্পন্ন করা হয়
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।