সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:২৪ পূর্বাহ্ন
নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের শিকদার পাড়া গ্রামের কৃষক মাহমুদ উল্লাহ’র নিকট সোমবার দুপুরে ২৩ লক্ষ ৫০ হাজার টাকার মেশিন ১১ লক্ষ ৭৫ হাজার টাকায় ক্রয় করে কম্বাইন হারভেস্টারের চাবি হস্তান্তর করেন কৃষি অধিদপ্তর।
নরসিংদী এর উপপরিচালক ড.মো ছাইদুর রহমান, কৃষি অধিদপ্তর নরসিংদী জেলা প্রশিক্ষণ অফিসার ড.মুহাম্মদ মাহবুবুর রশিদ, রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজগর হোসেন, রায়পুরা থানা ওসি মোঃ আজিজুর রহমান, উপজেলা কৃষি অফিসার বনি আমিন খান, কৃষি অফিসার বলেন- উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ সরকার কৃষি ব্যবস্থা কে আরো ঢেলে সাজাতে পঞ্চাশ শতাংশ ভূর্তকি দিয়ে উন্নত প্রযুক্তির মেশিন কম্বাইন হারভেস্টার কৃষকদের হাতে তুলে দিচ্ছেন। গত মৌসুমে এ উপজেলায় ৬ টি ও চলতি মৌসুমে এ পর্যন্ত ২টি মেশিন বিতরন করেন।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।