মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১০:৪০ অপরাহ্ন
রাজশাহী প্রতিনিধি নূরুন নবী:
রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে ভারত-বাংলাদেশ বন্ধুত্ব শিরোনামে এক সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন করা হয়।
রাজশাহীর এক স্বনামধন্য হোটেলে শনিবার সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার, রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক মো: আনিসুর রহমান ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে করেন।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধভিত্তিক গান ও নাটক উপস্থিত সকলকে মুগ্ধ করে। অনুষ্ঠানে এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ছাত্রছাত্রী, মুক্তিযোদ্ধা, যুব নেতা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থাপিত মুক্তিযুদ্ধভিত্তিক নাটক বিমুগ্ধ করে সবাইকে আবেগাপ্লুত করে তোলে
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।